x

Affiliate Undertaking and Conditions

অনলাইন এ্যাপস ভিত্তিক অতিথি লিমিটেড এর এজেন্ট হওয়ার শর্তাদি ও নিয়মাবলীঃ

 

আমি নিম্ন সম্মতিদানকারী/কারিনী অতিথি লিমিটেড এ সকল প্রশাসনিক নিয়মকানুন, ব্যবসায়িক বিধান সমূহ মেনে সাধারন User থেকে অতিথি লিমিটেড এর এ্যাপস্ ভিত্তিক বুকিং পোর্টাল অতিথি ডটকম এর এজেন্ট কমিশন অর্জনের লক্ষ্যে “এজেন্ট” হওয়ার জন্য একজন আবেদিত প্রার্থী হিসাবে সম্মতি প্রদান করলাম।

১। আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ্য, আইনগতঃ পূর্ণ বয়স্ক এবং জন্মসূত্রে বা বৈধভাবে বাংলাদেশী নাগরিক। অধিকার সূত্রে সেচ্ছায় অত্র অনলাইন চুক্তিনামা দলিল সম্পাদনের সব ধরনের আইনসঙ্গত অধিকার আমার রয়েছে।

২। চুক্তিপত্রে প্রদত্ত আমার নাম, ঠিকানা, এনআইডি নং ও অন্যান্য তথ্যাদি আমার জানামতে সত্য ও সঠিক প্রদান করেছি। যদি আমার দ্বারা প্রদত্ত তথ্য সমূহের মধ্যে কোন একটি ও ভবিষ্যতে মিথ্যা বা বিকৃত বা ভুল বলে প্রমানিত হয়, তবে সেক্ষেত্রে কোনো কারন প্রদর্শন ব্যতিরেকে কোম্পানী আমার এজেন্টশিপ বাতিল করে আইনগত পদক্ষেপ গ্রহন করতে পারবে।

৩। অতিথি লিমিটেড তাদের ব্যবসা সূচারুরূপে পরিচালনা করার সুবিধার্থে যে কোনো ধরনের পদ্ধতি, বিধান, সূত্র এবং বিধি ঘোষনা করার শর্তহীন ক্ষমতা সংরক্ষন করে কোন সন্দেহ প্রশ্নাতীতভাবে সেগুলো আমার দ্বারা অনুসৃত হবে এবং সর্বদা তা সময়েই মেনে চলতে বাধ্য থাকব।

৪। এরূপভাবে অতিথি লিঃ এর সাথে আমার ব্যবসা ক্ষেত্রে আমি কখনোই কোম্পনীর একজন কর্মচারী হিসেবে বিবেচিত হব না বরং স্বেচ্ছায় আমি কোম্পানীতে স্বনির্ভর, সততা ও নিষ্ঠার সাথে সার্ভিস রিলেটেড পদ্ধতিতে কমিশন লাভের জন্য স্বনির্ভর এজেন্ট হিসেবে কাজ করব।

৫। আমি আগাম নোটিশ প্রদানের মাধ্যমে যে কোন সময় অতিথি লিমিটেড এর সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারব। সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কোম্পানীর পাওনা আর্থিক লেনদেন পরিষ্কার করার বিষয়টি আমাকে নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মের বাহিরে মাঠ পর্যায়ে ব্যাক্তিগত কোন লেনদেনের জন্য বা কোন প্রকার অনিয়ম, অরাজকতা বা অন্যায়ের জন্য কোম্পানী দায়ী থাকবে না।

৬। অতিথি ডটকমের একজন এজেন্টকে অবশ্যই অনলাইন, ইন্টারনেট ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ধারনা থাকতে হবে একইসাথে বিভিন্ন স্যোশাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার জানতে হবে এবং এসকল স্যোশাল মিডিয়ায় অতিথি ডটকমের প্রচারণামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তবে তা অবশ্যই নৈতিক ও যুক্তিসঙ্গত হতে হবে।

৭। প্রত্যেক এজেন্টকে অবশ্যই নতুন এজেন্ট রেজিস্ট্রেশনের পাশাপাশি অতিথি ডটকমে বিভিন্ন প্রোপার্টি যেমন হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, শেয়ার্ডরুম, কনভেনশন হল ও ট্রান্সপোর্ট এনলিস্ট করানো এবং সাধারন ইউজার রেজিস্ট্রেশন করিয়ে ঐ সকল প্রোপার্টিগুলোর বুকিং এর ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। 

৮। আমি কখনোই অতিথি লিমিটেড এর ব্যবসায়িক গোপনীয়তা বা সুত্র কোম্পানির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের নিকট প্রকাশ করবো না। যদি এর ব্যতিক্রম ঘটে তবে কোম্পানি আমার এজেন্টশিপ বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৯। আমার ব্যবসায়ের সহিত সংযুক্ত কোনো বিষয়ে যদি কোনো ধরনের অসামঞ্জস্য, অনিয়ম লক্ষ্য করি বা সন্দেহজনিত প্রশ্ন আমার মধ্যে তৈরি হয় অথবা কোনো প্রকার অভিযোগ থাকে তবে উহা সংগঠিত হবার ৭ (সাত) দিনের মধ্যে আমি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করে নিতে পারবো। আমার প্রাপ্ত কমিশন, ইনসেন্টিভ ইত্যাদি সংক্রান্ত যে কোনো ধরনের সংশোধনের উদ্দেশে কর্তৃপক্ষের অনুমোদিত ব্যাক্তির সাথে পরামর্শ করতে পারবো।

১০। বাংলাদেশ সরকার কর্তৃক যে কোনো বিধি ও নিষেধ ও যে কোনো নতুন ঘোষণার ক্ষেত্রে কোম্পানি তার নিয়ম, মার্কেটিং প্ল্যান এবং পলিসি পরিবর্তন করলে বা যোজন-বিয়োজন করলে তাহা মানিতে বাধ্য থাকিবো।

১১। অতিথি ডটকম এজেন্ট হওয়ার ব্যাপারে কোনো বাধ্য-বাধকতা জোর আরোপ করে নাই। আমি বুঝেশুনে কাহারো প্ররোচনা ছাড়াই উক্ত প্রতিষ্ঠানের এজেন্ট হওয়ার ব্যাপারে উপরে উল্লেখিত সকল শর্তাবলি ও নিয়মাবলী মেনে সম্মতি প্রদান করিলাম। 

Disclaimer | © 2020 Otithee.com | Designed by OSSL